Khoborerchokh logo

গাজীপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সাংবাদিকদের আত্মার মাগফিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । 738 0

Khoborerchokh logo

ছবি,মোনাজাতরত গাজীপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।

আলমগীর কবীর
বৈশ্বিক মহামারী কোভিড-(১৯) করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাংবাদিক,পুলিশ,চিকিৎসক,দেশবরেণ্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ,তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে গাজীপুর জেলা প্রেসক্লাব । চলমান পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে  গতকাল সোমবার বাদ যোহর গাজীপুর মহানগরের ১৯নং ওয়ার্ডস্থ প্রেসিডেন্ট বাড়ীর প্রাকৃতিক পরিবেশে দোয়ার আয়োজন করা হয় ।  
মোঃ আমজাদ হোসেন মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম এবং সিনিয়ার সহ সভাপতি  আক্তার হোসেন দিপু, সহ সভাপতি মোঃ আলমগীর কবীর, যুগ্মসাধারণ সম্পাদক আকরাম হোসেন, মোহাম্মদ মুসা খান রানা, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম কাঞ্চন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আইন বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল আলম মন্ডল,প্রচার সম্পাদক মোঃ হাসান মাহমুদ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা নিউজ টিভির মোবাইল  প্রতিনিধি আব্দুল আলী, দৈনিক একুশের বাণী স্টাফ রিপোর্টার এমারত হোসেন বকুল সরকার, ভোরের দর্পণ এর প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, আনন্দ টেলিভিশনের মহানগর প্রতিনিধি আব্বাস উদ্দীন, জয়যাত্রা টেলিভিশন এর মহানগর প্রতিনিধি মিনহাজ আহম্মেদ।এছাড়াও প্রিন্ট ,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উক্ত দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন । উপস্থিত সাংবাদিকদের ও তাদের পরিবারের সদস্যদের এবং সারাদেশে কর্মরত গণমাধ্যম কর্মীদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রেসিডেন্ট বাড়ী জামে মসজিদের ইমাম সাহেব ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন ক্লাবের সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের সহযোগিতা কামনা করেন এবং দেশে যত সাংবাদিক রাজনৈতিক ব্যক্তি অকালে  মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠান এবং আমাদের ক্লাবের অনেক সদস্য অসুস্থ তাদের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠান। তিনি আরও বলেন সাংবাদিকরা আজ নির্যাতীত এমন কঠিন সময় সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মোনাজাত শেষে সাংবাদিকদের মাঝে দুপুরের খাওয়া ও সংক্ষিপ্ত  আলোচনা করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com